রাজবাড়ীতে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম

| আপডেট :  ২৫ জুন ২০২৪, ০৬:০২  | প্রকাশিত :  ২৫ জুন ২০২৪, ০৬:০২


রাজবাড়ীতে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম

সারাদেশ

রাজবাড়ী প্রতিনিধি


রাজবাড়ীতে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ছকিনা বেগম নামে এক গৃহবধূ। মা ও তিন নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

২৪ জুন, সোমবার রাত ৮ টার দিকে জেলার পাংশা পৌর শহরের আধুনিক ক্লিনিক হসপিটালে অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক ডেলিভারি হয়। একে একে তিন সন্তানের জন্ম দেয় ওই গৃহবধূ।

ছকিনা বেগম রাজবাড়ী কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণাডাঙি গ্রামের মো. বিল্লাল খান এর স্ত্রী। তার এই তিন সন্তান ছাড়াও দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তাদের।

বিল্লাল খান বলেন, আমাদের এর আগে আরও ৩টি সন্তান আছে। আমার এক মেয়েকে বিয়েও দিয়েছি। এই সন্তানের জন্মে আমি ও আমার পরিবার খুশি। আপনারাও আমার সন্তানের জন্য দোয়া করবেন।

পাংশা আধুনিক ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের গাইনি বিশেষজ্ঞ ডা: আকতিনা হানি সুমনা বলেন, পরিবারের ইচ্ছা ছিল দ্রুত সিজার করার। তবে আমি পরীক্ষা-নিরীক্ষা করে বুঝতে পারি নরমাল ডেলিভারি করা সম্ভব। নরমাল ডেলিভারি করতে সক্ষম হয়। সে সন্তানের জন্ম দেয়। তিনটি সন্তানই ছেলে হয়। তিন সন্তান ও ওই গৃহবধূ এখন সুস্থ আছে। এটি স্বস্তির ও আনন্দের।

বিবার্তা/মিঠুন/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত