রাজশাহীতে ৮ অপহরণকারী গ্রেফতার

| আপডেট :  ০৬ মে ২০২৪, ১০:২৮  | প্রকাশিত :  ০৬ মে ২০২৪, ১০:২৮


রাজশাহীতে ৮ অপহরণকারী গ্রেফতার

সারাদেশ

রাজশাহী প্রতিনিধি


রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার আমচত্বর এলাকায় পূর্ব শত্রুতায় জেরে অপহরণের অভিযোগে ৮ অপহরণকারীকে গ্রেফতার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো. রাজন ইসলাম (২৪), মো. আশিক ইসলাম (২১), মো. জাহিদ হাসান (১৯), দীপ্ত মল্লিক (১৯), মো. সোহানুর রহমান জয় (২০), সাদমান সাদিক (১৯), মো. আকাশ ইসলাম আরিফ (১৮) ও মো. সিহাব হোসেন (১৮)।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ধাদাশ গ্রামের মো. জারমান আলীর ভাগনে আসামি রাজন ইসলামের সাথে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। গত ৫ মে সকালে জারমান আলী বাড়ি থেকে লেগুনাযোগে রাজশাহী সিটি হাটে যাচ্ছিলেন। রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার আমচত্বর এলাকায় পৌঁছালে তার ভাগনে রাজন ইসলামসহ অন্যান্য আসামিরা জারমান আলীকে লেগুনা থেকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছিল।

তারা নওদাপাড়া এলাকায় পৌঁছালে জারমান আলী চিৎকার শুরু করেন। আসামি রাজন তখন চাকু দিয়ে জারমান আলীর পেটে আঘাত করে গুরুতর জখম করে এবং অন্যান্য আসামিরাও জারমান আলীকে মারপিট করে। এসময় জারমান আলীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। জারমান আলীর ভাইয়ের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানায় একটি মামলা রুজু হয়।

আরএমপির শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেফতারে অভিযানে শুরু করেন।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই জাকির হোসাইন ও তার টিম গতকাল রবিবার (৫ মে) দিবাগত রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতর করে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিবার্তা/রানা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত