রাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

| আপডেট :  ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৫১  | প্রকাশিত :  ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৫১


রাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষা

রাঙ্গামাটি প্রতিনিধি


রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

২৭ এপ্রিল, শনিবার রাঙ্গামাটিতে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও মূল ক্যাম্পাসে ‘এ’ ইউনিটের বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আরেকটা পরীক্ষা হয়।       

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার।

এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভাইস চ্যান্সেলর জানান, আমরা অনেকগুলো পরীক্ষার কেন্দ্র ঘুরে দেখেছি। প্রত্যেকটি কেন্দ্রের পরিবেশ খুব সুন্দর, স্বাভাবিক। এখানে নিরাপত্তার কোনো অভাব নাই। এ কাজে সার্বিক সহযোগিতা করার জন্য সমস্ত সংস্থার কাছে আমরা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, আগামী ৩ মে ‘বি’ ইউনিট এবং ১০ মে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিবার্তা/শফিকুর/এমজে 

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত