রোহিঙ্গাবোঝাই ট্রলার ডুবি: আরও ৫ শিশুর মরদেহ উদ্ধার

| আপডেট :  ০৬ আগস্ট ২০২৪, ০৭:৪৭  | প্রকাশিত :  ০৬ আগস্ট ২০২৪, ০৭:৪৭


রোহিঙ্গাবোঝাই ট্রলার ডুবি: আরও ৫ শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি


কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগর থেকে আরও পাঁচ রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মিয়ানমারে চলমান সহিংসতার জেরে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ট্রলার ডুবির ঘটনায় এসব শিশুর মৃত্যু হয়।

এ নিয়ে মঙ্গলবার (৬ আগস্ট)  একদিনে পৃথক স্থান থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার হলো।

প্রসঙ্গত মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘাতের জেরে ফের বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এভাবে অনুপ্রবেশের সময় মঙ্গলবার (৬ আগস্ট) ভোরে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট সাগরে এ দুর্ঘটনা ঘটে।  

এ ঘটনার পর দুপুরে প্রথম দফায় শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে আরও ২২ জন। এরমধ্যে আরও ৫ শিশুর মরদেহ গোলারচর সৈকতে ভেসে আসে। পরে স্থানীয়রা সৈকতে মরদেহ দেখতে পেয়ে উদ্ধার স্থানীয় এক মসজিদে নিয়ে আসে।  

খবর পেয়ে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে থাকা স্বজনরা মরদেহ নিয়ে যায় বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত