লক্ষ্মীপুরে বন্যার পরিস্থিতি ব্যাপক অবনতি

| আপডেট :  ২৫ আগস্ট ২০২৪, ০৮:২৩  | প্রকাশিত :  ২৫ আগস্ট ২০২৪, ০৮:২৩


লক্ষ্মীপুরে বন্যার পরিস্থিতি ব্যাপক অবনতি

চট্টগ্রাম

লক্ষ্মীপুর প্রতিনিধি


লক্ষ্মীপুরে বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। (২৪ আগস্ট) রাত ১১ টা থেকে রবিবার (২৫ আগস্ট) সকাল পর্যন্ত জেলার সর্বনত্র টানা ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া গত তিনদিন ধরেই পার্শ্ববর্তী জেলা নোয়াখালীর পানি ঢুকছে লক্ষ্মীপুরে।

ফলে শনিবার রাত থেকে পানির উচ্চতা হু হু করে বাড়তে শুরু করে। রবিবার পর্যন্ত কোথাও আধা ফুট, আবার কোথাও এক ফুটের বেশি পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে বসতবাড়ি এবং ঘরে কোমর পানি উঠে গেছে।

উপয়ান্তর না দেখেই রাতেই আশ্রয় কেন্দ্র কিংবা নিরাপদ আশ্রয়ের দিকে ছুটেছে মানুষ। সেনাবাহিনী, ফায়ারসার্ভিস, যুব রেড ক্রিসেন্টের সদস্যরা গভীর রাত থেকেই পানিবন্দি বাসিন্দাদের উদ্ধার অভিযান শুরু করে।

সর্বত্র এখন পানিবন্দি লোকজনের হাহাকার দেখা দিয়েছে।

জানা গেছে, নোয়াখালী জেলা থেকে লক্ষ্মীপুরে প্রবাহিত রহমতখালী, ওয়াপদা ও ভূলুয়া খাল দিয়ে হু হু করে পানি লক্ষ্মীপুরের লোকালয়ে ঢুকে পড়েছে। বিশেষ করে খাল সংলগ্ন এলাকাগুলো দ্রুত তলিয়ে যায়৷

রবিবার (২৫ আগস্ট) পর্যন্ত ১২ হাজার ৭৫০ জন আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। তবে পানিবন্দি অনেকেই বাড়িঘর ছেড়ে আত্মীয়ের বাড়িতেও আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।

জেলার প্রায় শতভাগ এলাকা এখন পানির নিচে প্লাবিত হয়ে আছে। প্রায় সাড়ে সাত লাখ মানুষ পানিবন্দি।

বিবার্তা/সুমন/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত