শেখ হাসিনার সঙ্গে ভোট দিলেন শেখ রেহানা ও পুতুল

| আপডেট :  ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:২৮  | প্রকাশিত :  ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:২৮


শেখ হাসিনার সঙ্গে ভোট দিলেন শেখ রেহানা ও পুতুল

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে ভোট দিয়েছেন তার ছোট বোন শেখ রেহানা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট শুরুর দিকেই তারা ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে গত ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ওই দিন দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সদরের ভোটার।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। ওইদিন থেকেই আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। এ নির্বাচনে ১৮ দিন প্রচারের সময় পেয়েছিলেন প্রার্থীরা।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত