সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

| আপডেট :  ১২ আগস্ট ২০২৪, ০৯:৩৭  | প্রকাশিত :  ১২ আগস্ট ২০২৪, ০৯:৩৭


সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি


চলমান সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ৮দফা দাবি বাস্তবায়নে গোপালগঞ্জ জেলা সদরে লক্ষাধিক ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

১২ আগস্ট, সোমবার দুপুরে জেলা সদরে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সারা জেলা থেকে সমাবেশে আসা লোকজনে জেলা সদরের বিভিন্ন সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। যে যেখানে পারে সেখানেই রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা মৃণাল কান্তি রায় পপা, নিতীশ বিশ্বাস, টিটো বৈদ্য, রমেন্দ্রনাথ বিশ্বাস, পল্টন হালদার, সুশীল বিশ্বাস, সঞ্জয় সিকদার, আশিষ ঢালী সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং সারা দেশে তাদের উপর সাম্প্রতিক সময়ের নির্যাতন বন্ধের দাবি জানান।

বিবার্তা/সঞ্জয়/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত