‌‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার গ্রহণ করেছে জিরো টলারেন্স নীতি’

| আপডেট :  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৩  | প্রকাশিত :  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৩


‌‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার গ্রহণ করেছে জিরো টলারেন্স নীতি’

সারাদেশ

সাভার প্রতিনিধি


সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ধামরাইর শাশন গ্রামে বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

সংসদ সদস্য বেনজীর আহমেদ এসময় আরও বলেন, বিএনপি এখনো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।  

পরে তিনি কুশুরা হামিদা আফাজ উচ্চ বিদ্যালয় ও কুশুরা আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এরপর কুশুরা ইউনিয়ন পরিষদে নতুন শহিদ মিনার উদ্বোধন করেন।

বিবার্তা/শরিফুল/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত