সপ্তাহের শুরুতেই সূচক ও লেনদেনের বড় পতন

| আপডেট :  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭  | প্রকাশিত :  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭


সপ্তাহের শুরুতেই সূচক ও লেনদেনের বড় পতন

বিবার্তা প্রতিবেদক


সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, দর কমেছে ২৫৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

ডিএসইতে ৯২৪ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪৯ কোটি ৯৯ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪ কোটি ৭৩ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫ পয়েন্টে।

সিএসইতে ২৬৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দর বেড়েছে, কমেছে ১৬৯টির এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত