সমবেদনা জানাতে আন্দোলনে নিহত সাগরের বাড়িতে রাজনৈতিক নেতৃবৃন্দ

| আপডেট :  ১৭ আগস্ট ২০২৪, ০৯:০৩  | প্রকাশিত :  ১৭ আগস্ট ২০২৪, ০৯:০৩


সমবেদনা জানাতে আন্দোলনে নিহত সাগরের বাড়িতে রাজনৈতিক নেতৃবৃন্দ

সারাদেশ

রাজবাড়ী প্রতিনিধি


বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সরকারি বাংলা কলেজের মেধাবী শিক্ষার্থী সাগর আহম্মেদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির একাংশ।

১৭ আগস্ট, শনিবার দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামে আসেন তারা।

এসময় নিহত সাগরের পরিবারের সাথে কথা বলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (হারুন)।

তিনি সাগরের বাবাকে আশ্বস্ত করে বলেন, সাগরের হত্যার বিচার করা হবে, ইতোমধ্যেই শুরু হয়েছে। দেশের জন্য ইতিহাস তৈরি করেছে ওরা। ওদের জন্যই আজ দেশের তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীরা তাদের ন্যায্য পাওনা বুঝে পেয়েছে। আপনার এক সাগর হয়ত চলে গেছে তবে হাজারো সাগর আপনার সাথেই থাকবে। আপনারা দোয়া করবেন যেন দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ স্বাধীন-সার্বোভৌম রাষ্ট্রে যেন সুন্দরভাবে তার মতামত প্রকাশ করতে পারে।

বিবার্তা/মিঠুন/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত