সমাবেশের নতুন জায়গা পেল বিএনপি

| আপডেট :  ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৭  | প্রকাশিত :  ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৭

রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল এলাকায় বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। এখন বেড়িবাঁধ এলাকায় শিকদার মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন সড়কে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতাকর্মীরা।

ধানমন্ডিতে সোমবার একই স্থানে এবং একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ ও যুবলীগ। এ অবস্থায় ধানমন্ডির ওই এলাকায় সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে হাজারীবাগ বেড়িবাঁধসংলগ্ন শিকদার মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন সড়কে বিএনপিকে সংক্ষিপ্তভাবে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে বিএনপি ও যুবলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। এতে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে— এমন আশঙ্কায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে বেড়িবাঁধ এলাকায় বিএনপিকে সংক্ষিপ্তভাবে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ২টা ৩০ মিনিটে হাজারীবাগ বেড়িবাঁধসংলগ্ন শিকদার মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন সড়কে সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজকের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত