সরকারি ৯ কলেজকে ২ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে প্রজ্ঞাপন জারি

| আপডেট :  ০৪ এপ্রিল ২০২৪, ০৯:০৯  | প্রকাশিত :  ০৪ এপ্রিল ২০২৪, ০৯:০৯


সরকারি ৯ কলেজকে ২ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে প্রজ্ঞাপন জারি

শিক্ষা

বিবার্তা প্রতিবেদক


চট্টগ্রাম জেলার ৫টি সরকারি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহী জেলার ৪টি সরকারি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

৪ এপ্রিল, বৃহস্পতিবার সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদারের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো হলো: চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহম্মদ মহসিন সরকারি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, সরকারি কমার্স কলেজ ও সাতকানিয়া সরকারি কলেজ।

অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো হলো: রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ ও রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত