সরল সত্য

| আপডেট :  ২৪ জুলাই ২০২৪, ১০:০২  | প্রকাশিত :  ২৪ জুলাই ২০২৪, ১০:০২

আবার কেউ কেউ ভুলতে ভুলতেই ভাবে
জড়িয়ে থাকা হাওয়ার স্পর্শ মনে
চাঁদের আলোর মতো, এত দূরে তবু কত কাছে
মাজারে কোনো মৃত থাকে না
হৃদয়ের ভেতরে রিড অনলি মেমোরি—যারা চেনে
তারা হাসে শুধু; আমরা মুখের দিকে তাকাই
যা যা চলে গেছে আর রয়ে গেছে যা সমস্ত দেখি
মস্তিষ্কের ভেতরে অনেক অভিজ্ঞতা, স্বপ্ন, চিন্তা
একদিন সব ভিড় কাচের মতো টুকরো হয়
দিন শেষে সেটাই সরল সত্য, একমাত্র সত্য!

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত