সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী

| আপডেট :  ৩১ জুলাই ২০২৪, ০৬:৫২  | প্রকাশিত :  ৩১ জুলাই ২০২৪, ০৬:৫২


সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী

বিবার্তা প্রতিবেদক


সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত জামায়াত-বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩১ জুলাই, বুধবার বিকেলের দিকে তিনি হাসপাতালে যান।

এসময় প্রধানমন্ত্রী তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। বঙ্গবন্ধু কন্যা হাসপাতালটিতে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। আহতদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের ওপর চলা বর্বরতার বর্ণনা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। হাসপাতালে ভর্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশনাও দেন তিনি।

এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী। এছাড়া শনিবার (২৭ জুলাই) পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নেন। আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এরও আগে শুক্রবার (২৬ জুলাই) সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন সরকারপ্রধান।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত