‘সহিংসতায় আহতেরা যে দলেরই হোক, চিকিৎসার দায়িত্ব নেবে সরকার’

| আপডেট :  ২৬ জুলাই ২০২৪, ০৬:৫২  | প্রকাশিত :  ২৬ জুলাই ২০২৪, ০৬:৫২


‘সহিংসতায় আহতেরা যে দলেরই হোক, চিকিৎসার দায়িত্ব নেবে সরকার’

বিবার্তা প্রতিবেদক


কোটাবিরোধী আন্দোলনে সহিংসতায় আহতেরা যেই দলেরই হোক না কেন তাদের চিকিৎসার জন্য যা যা করা দরকার সরকার সবই করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

২৬ জুলাই, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের যাবতীয় খরচ বহন করবে সরকার। প্রয়োজনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এছাড়া আহতদের বিষয়ে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবার সর্বোচ্চ চিকিৎসা ও আয় রোজগারের ব্যবস্থা করবে সরকার।

ঢাকা মেডিকেলে তিনি সহিংসতাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে বিক্ষোভ ও এর পরবর্তী সংঘাতে নিহতের সংখ্যা এখনও পর্যন্ত ২০৪ জনে উপনীত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত