সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুকে জামিন দিয়েছেন হাইকোর্ট

| আপডেট :  ৩০ জুন ২০২৪, ০৭:৪২  | প্রকাশিত :  ৩০ জুন ২০২৪, ০৭:৪২


সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুকে জামিন দিয়েছেন হাইকোর্ট

মিডিয়া

বিবার্তা প্রতিবেদক


জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল বাবুকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

৩০ জুন, রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আসামি পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ জগলুল কবির।

পরে এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার এক নম্বর আসামি মাহমুদুল আলম বাবুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করার জন্য অ্যার্টনি জেনারেল স্যারকে জানানো হবে।

এর আগে হাইকোর্ট তাকে জামিন দিলেও আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।

গত বছরের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় হামলায় নিহত হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

১৬ জুন দুই দফা জানাজার পর বকশিগঞ্জের গুমেরচর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সাংবাদিক নাদিমকে। এ ঘটনায় ১৭ জুন বকশিগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন তার স্ত্রী মনিরা বেগম। বকশিগঞ্জ থানা পুলিশ থেকে জেলা গোয়েন্দা পুলিশের পর এখন মামলাটির তদন্ত করছে সিআইডি।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত