সাফারি পার্কে জন্ম নিয়েছে বিরল প্রজাতির সাইবেরিয়ান বাঘের শাবক

| আপডেট :  ২১ আগস্ট ২০২৪, ০৮:১৩  | প্রকাশিত :  ২১ আগস্ট ২০২৪, ০৮:১৩

এই বিরল বাঘদের ডাকা হয় আমুর বাঘ বা সাইবেরিয়ান বাঘ নামে। এদের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস। এরা বিশ্বের সবচেয়ে বড় বাঘের প্রজাতি। রাশিয়ার দূরপ্রাচ্য, উত্তর-পূর্ব চীন এবং সম্ভবত উত্তর কোরিয়ার বিস্তীর্ণ জঙ্গল ছিল এই প্রজাতির প্রাণীদের আদি আবাসস্থল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত