সাভারে পৃথক স্থানে দুই নারীকে হত্যা

| আপডেট :  ২৪ এপ্রিল ২০২৪, ০২:২৬  | প্রকাশিত :  ২৪ এপ্রিল ২০২৪, ০২:২৬


সাভারে পৃথক স্থানে দুই নারীকে হত্যা

সারাদেশ

সাভার প্রতিনিধি


সাভারের তেঁতুলঝোড়া ও আশুলিয়া এলাকায় পৃথক ঘটনায় দুই নারী খুন হয়েছেন।

সাভারের তেঁতুলঝোড়া এলাকায় ছোট ভাইয়ের মারধরে আমিনা খাতুন (৫৬) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাইকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

২৩ এপ্রিল, মঙ্গলবার রাতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এর আগে সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুরে নিজ বাড়িতে এ মারধরের ঘটনা ঘটে।

আমিনা খাতুন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুর মহল্লার আরাফাত আলী বেপারির স্ত্রী। গ্রেফতারকৃত আইনুদ্দিন (৫০) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

নিহত আমিনা খাতুনের ছেলে বিল্লাল হোসেন বলেন, আমাদের বাড়ির পাশেই একটি ড্রেন রয়েছে। সেই ড্রেনকে কেন্দ্র করে গতকাল সকালে আমার মামা আইনুদ্দিন আমাদের বাড়িতে এসে মাকে বকাঝকা শুরু করে। এ সময় মামা বাড়ির গেটের বাইরে গেলে মা গেট লাগিয়ে দেন। এতে মামা উত্তেজিত হয়ে পাশের বাড়ি থেকে পেয়ারা গাছের ডাল নিয়ে এসে মাকে এলোপাতাড়ি মারধর
করে চলে যায়। পরে মারধরের কারণে মার শরীরের অবস্থা খারাপ হওয়ায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করি। এরপরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়েছে।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও মারধরের ঘটনায় জড়িত নিহতের ভাইকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে, আশুলিয়ায় এক গৃহবধুকে হত্যা করেছে দুর্বৃওরা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

বিবার্তা/ শরীফুল/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত