সিরাজদিখানে অটোর ধাক্কায় নারীর মৃত্যু

| আপডেট :  ১৪ এপ্রিল ২০২৪, ১০:২৯  | প্রকাশিত :  ১৪ এপ্রিল ২০২৪, ১০:২৯


সিরাজদিখানে অটোর ধাক্কায় নারীর মৃত্যু

সারাদেশ

বিবার্তা প্রতিবেদক


মুন্সিগঞ্জের সিরাজদিখানে অটোর ধাক্কায় রাশেদা বেগম (৫০) নামের নারীর মৃত্যু হয়েছে।

১৪ এপ্রিল, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পড়ে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা তার বোনের ছেলে সম্রাট ঢালী জানান, আজ সন্ধ্যার দিকে আমার খালা বাসার গেট থেকে বের হয়ে রাস্তার পাশে একটি দোকানে পান খেতে যাওয়ার সময় একটি দ্রুতগামী ব্যাটারি চালিত অটো খালাকে ধাক্কা দেয়,  এতে পড়ে গিয়ে মাথা সহ শরীরে বিভিন্ন অংশে জখম হয়। তার বাম পা ভেঙে যায়। পরে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক খালাকে মৃত বলে জানান।

তিনি আরও বলেন, আমার খালার বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মাওয়া হাইওয়ের পাশে। তার স্বামীর নাম নুরু সরদার। তিনি তিন ছেলে, দুই মেয়ের মা ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনর্চাজ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মুন্সীগঞ্জে অটোর ধাক্কায় নিহত নারীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিবার্তা/বুলবুল/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত