সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে ১ শ্রমিকের মৃত্যু, আহত ২

| আপডেট :  ২৭ জুন ২০২৪, ০৩:১২  | প্রকাশিত :  ২৭ জুন ২০২৪, ০৩:১২


সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে ১ শ্রমিকের মৃত্যু, আহত ২

সারাদেশ

সিলেট প্রতিনিধি


জেলার বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মিয়া (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

গুরুতর অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

২৭ জুন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর এলাকার খাসারিপাড়ায় একটি রড সিমেন্টের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল মিয়া নেত্রকোণা জেলার বারহাট্টার বাহদুরপুরের মৃত আব্দুল সিরাজের ছেলে। তিনি পৌর এলাকার খাসারিপাড়ায় একটি রড সিমেন্টের দোকানে শ্রমিকের কাজ করতেন।

এছাড়া আহতরা হলেন- ওই দোকানের শ্রমিক উজ্জ্বল মিয়া ( ১৮) ও জাকির মিয়া (২৮)। তারা একই এলাকায় ভাড়া বাসায় থাকেন।

সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতদেহ উদ্ধারকারী বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে হতাহতরা সড়কের পাশে দোকানের বেঁকে যাওয়া রড সোজা করার কাজ করছিলেন। এমন সময় একটি রড বিদ্যুতের তারে জড়ালে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

এছাড়া অন্যদের গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেটে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত