সিলেট-২ : জাতীয় পার্টির প্রার্থীর ভোট বর্জন

| আপডেট :  ০৭ জানুয়ারি ২০২৪, ০২:১৫  | প্রকাশিত :  ০৭ জানুয়ারি ২০২৪, ০২:১৫


সিলেট-২ : জাতীয় পার্টির প্রার্থীর ভোট বর্জন

সারাদেশ

সিলেট প্রতিনিধি


সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া ভোট বর্জন করেছেন। ৭ জানুয়ারি, রবিবার  দুপুরে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

গণমাধ্যমে  বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

ইয়াহইয়া চৌধুরী বলেন, অনিয়ম ও কারচুপির অভিযোগে আমি ভোট বর্জন করলাম। সিলেট ২ আসনের বিভিন্ন কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রকাশ্য মদদে আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে এজেন্ট বের করার বিষয়ে প্রিসাইডিং অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি কোন ধরনের সহযোগিতা করেননি। এভাবে কোনো ভোট হতে পারে না। তাই বাধ্য হয়ে ভোট বর্জন করেছি।

একে দুলাল জানান, বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্র দখল করেছে। ফলে আমাদের প্রার্থী ভোট বর্জন করেছেন। আমরা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত