সোহরাওয়ার্দী হাসপাতালে কয়েদির মৃত্যু

| আপডেট :  ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:২৮  | প্রকাশিত :  ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:২৮


সোহরাওয়ার্দী হাসপাতালে কয়েদির মৃত্যু

সারাদেশ

বিবার্তা প্রতিবেদক


চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন (৮১) নামে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

৯ জানুয়ারি, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, তার বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামে। কয়েদি হিসেবে গাজীপুরের কাশিমপুর কারাগারের হাইসিকিউরিটি সেলে বন্দি ছিলেন তিনি।

তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য গত বছরের অক্টোবর মাসে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ কয়েক দফায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করান। সর্বশেষ ৮ জানুয়ারি তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত