সৌদি আরবের সাথে মিল রেখে বিরামপুরে ১৫টি গ্রামে ঈদ উদযাপন

| আপডেট :  ১০ এপ্রিল ২০২৪, ০৩:৪০  | প্রকাশিত :  ১০ এপ্রিল ২০২৪, ০৩:৪০


সৌদি আরবের সাথে মিল রেখে বিরামপুরে ১৫টি গ্রামে ঈদ উদযাপন

সারাদেশ

হিলি প্রতিনিধি


সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার দুটি ইউনিয়নের ১৫টি গ্রামের মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

১০ এপ্রিল, বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর মসজিদে এবং একই সময় আয়ড়া মাদরাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, এখানকার শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার চোখে মুখে ঈদের খুশির ছাপ ফুটে উঠেছে।
খয়ের বাড়ি জামে মসজিদে মাওলানা দেলোয়ার হোসেন কাজী এবং আয়ড়া মাদরাসা মাঠে হাফেজ আব্দুল কাইয়ুম পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতের ইমামতি করেন।

সৌদি আরবের সঙ্গে ঈদ উদযাপন করার বিষয়ে খয়ের বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা দোলোয়ার হোসেন কাজী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। এই তিন ঘণ্টার ব্যবধানে দিনের পরিবর্তন হয় না। তাই দীর্ঘ দিন থেকে আমরা সৌদি আরবের সাথে মিল রেখে এই নামাজ আদায় করে থাকি।

আয়ড়া মোড় ঈদগাহ মাঠের ঈমাম মাওলানা দেলোয়ার হোসেন বলেন, ১৯৯৭ সাল থেকে এভাবে নামাজ আদায়ের পরিকল্পনা থাকলেও ২০১৩ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ আদায় করছি।

বিবার্তা/রববানী/এমজে 

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত