হল ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

| আপডেট :  ১৭ জুলাই ২০২৪, ০৫:৫৭  | প্রকাশিত :  ১৭ জুলাই ২০২৪, ০৫:৫৭


হল ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা

বাকৃবি প্রতিনিধি


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ প্রত্যাহার করার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ৩ টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান করে। এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা৷

এর আগে দুপুরে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে মুক্তমঞ্ছে বিক্ষোভ ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এরপর রেজিস্ট্রারের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা প্রশাসনিক ভবনে যায়। সেখান থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাস ত্যাগ করলে আমরা করবো, তাছাড়া নয়।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত