হাকিমপুরে সাংবাদিকদের সাথে নবাগত সহকারী পুলিশ সুপারের মতবিনিময়

| আপডেট :  ০৬ জুলাই ২০২৪, ০২:০১  | প্রকাশিত :  ০৬ জুলাই ২০২৪, ০২:০১


হাকিমপুরে সাংবাদিকদের সাথে নবাগত সহকারী পুলিশ সুপারের মতবিনিময়

রংপুর

হিলি (দিনাজপুর) প্রতিনিধি


দিনাজপুরের হাকিমপুর হিলিতে গণমাধ্যম কর্মীদের সাথে হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপার (এএসপি) আ.ন.ম. নিয়ামত উল্লাহ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ জুলাই, শনিবার সকাল ১১ টায় হাকিমপুর থানায় সার্কেলের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল হোসেন পিপিএম, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম, এসআই হামিদুল ইসলাম, এসআই আরিফ হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আলতাফ হোসেন,  সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, যমুনা টিভির মুরাদ ইমাম কবির, একুশে টিভির  সালাউদ্দিন বকুল, সময় টিভির শফিকুল ইসলাম শফিক,  মাছরাঙা টিভির হালিম আল রাজী, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাজ্জাদ হোসেন, আর টিভির আ. আজিজ, এখন টিভির সোহেল রানা, গ্লোবাল টিভির  লুৎফর রহমান, একাত্তর টিভির ছামিউল ইসলাম, বিবার্তা২৪.ডটনেটের গোলাম রব্বানী, আমাদের সময় পত্রিকার মিজানুর রহমান মিজান, যায়যায়দিন পত্রিকার রমেন বসাক, ডেলটা টাইমস পত্রিকার তাছির উদ্দিন বাপ্পি, আলোকিত সীমান্ত পত্রিকার নুরুজ্জামান হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকরা হাকিমপুর (হিলি) সীমান্তবর্তী এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরলে নবাগত সহকারী পুলিশ সুপার নিয়ামত উল্লাহ হিলিকে শতভাগ মাদকমুক্ত করাসহ বিভিন্ন অপরাধ দমন করতে সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতার আহ্বান করেন।

বিবার্তা/রব্বানী/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত