হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী কামাল হোসেন

| আপডেট :  ০৮ মে ২০২৪, ০৭:৩৯  | প্রকাশিত :  ০৮ মে ২০২৪, ০৭:৩৯


হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী কামাল হোসেন

সারাদেশ

হিলি প্রতিনিধি


ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আ.লীগের উপদেষ্টা সদস্য ও সাবেক মেয়র কামাল হোসেন রাজ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

৮ মে, বুধবার সন্ধ্যায় হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শিমুল সরকার এই ফল ঘোষণা করেন।

শিমুল সরকার জানান, মোটরসাইকেল মার্কা প্রতীকে কামাল হোসেন রাজ ২২ হাজার ২৫১ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকের প্রার্থী হারুন উর রশিদ পেয়েছেন ১৯ হাজার ৩৭৮ ভোট। এছাড়া আনারস প্রতীক নিয়ে মো. আমিনুল ইসলাম রভি পেয়েছেন ২ হাজার ২৪২ ভোট।

৮০ হাজার ৪৪৩ জন ভোটারের মধ্যে ৪৩ হাজার ৮৭১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে মোট ভোটারের প্রায় ৫৫ শতাংশ ভোট প্রদান করেছেন।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ৩৬টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। সকালের দিকে খানিকটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তিপূর্ণভাবে হাকিমপুর উপজেলায় ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়, কোথাও কোনও গোলযোগের ঘটনা ঘটেনি।

বিবার্তা/রববানী/এমজে 

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত