হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিল পুলিশ

| আপডেট :  ০৬ এপ্রিল ২০২৪, ০৩:০৫  | প্রকাশিত :  ০৬ এপ্রিল ২০২৪, ০৩:০৫


হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিল পুলিশ

সারাদেশ

রাজবাড়ী প্রতিনিধি


রাজবাড়ী থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ১১১টি মোবাইল উদ্ধার করে তার মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ।

৬ এপ্রিল, শনিবার দুপুর ১টায় রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ (পিপিএম)।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, জেলা বিশেষ শাখার ডি আই ও-১ বিপ্লব কুমার দত্ত চৌধুরীসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও উদ্ধার করা মোবাইলের মালিকেরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, রাজবাড়ীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে গেছে, এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১১টি মোবাইল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

পুলিশ আরও জানায়,২০২২-২৩ ও চলতি বছরে রাজবাড়ী জেলা পুলিশ ১০১৪টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিবার্তা/মিঠুন/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত