হারিয়ে যাওয়া প্রশ্ন

| আপডেট :  ২০ জুলাই ২০২৪, ১০:০৬  | প্রকাশিত :  ২০ জুলাই ২০২৪, ১০:০৬

খরখরে চৈত্রের কাছে কী জানার থাকতে পারে
অথবা তৃষ্ণার্ত মধ্যরাতের কাছে!
আমি কি কেবল সিগারেটহীন একটি প্যাকেট
গান শোনাতে পারি নিঃসঙ্গতার!
আমি শুধু দেখি,
সারি সারি বই প্রশ্নহীন
মোটা অক্ষরে কালো কালির শব্দেরা আঁটসাঁট বসে আছে
শীতের রাত্রির দাবিমতো, কারও কাছে কোনো প্রশ্ন নেই।
চলো, শাহ আউলিয়াবাগের দিঘিতে গভীর ডুব দিয়ে আসি
গায়ে মেখে নিই শীতল পানি
হারানো প্রশ্নগুলো হাতড়ে বেড়াই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত