হিলিতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

| আপডেট :  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫  | প্রকাশিত :  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫


হিলিতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

হিলি প্রতিনিধি


দিনাজপুরের হাকিমপুর হিলিতে বৈষম্য দূরীকরণের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে উপজেলা বেসরকারি বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব এর উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পাউশগাড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. সেলিম রেজা, গোহাড়া স্কুলের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, বিশাপাড়া আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আঃ কুদ্দুস, নওপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, ডাঙ্গাপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা আরজুমান, জালালপুর স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, খাট্রাউচনা স্কুলের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, ছাতনী চৌমুহনী স্কুলের প্রধান শিক্ষক সুবীর চন্দ্র, জাংগই স্কুলের প্রধান শিক্ষক সিদ্দিক হোসেন, বাওনা স্কুলের প্রধান শিক্ষক মো. এনামুল হক, বাশঁমুড়ি স্কুলের প্রধান শিক্ষক মো. দিলজার রহমান, রিকাবী স্কুলের প্রধান শিক্ষক আঃ হাদিসহ আরও অনেকে।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদানে অংশগ্রহণকারী প্রধান শিক্ষকগণ জানান, বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে আমরা আজকে মানববন্ধন কর্মসূচি পালন করেছি এবং পরে ইউএনও মহোদয়ের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছি।

বিবার্তা/রববানী/এমজে 

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত