১১৬ রানে আফগানদের লাগাম টেনে ধরল বাংলাদেশ

| আপডেট :  ২৫ জুন ২০২৪, ০৮:২৭  | প্রকাশিত :  ২৫ জুন ২০২৪, ০৮:২৭


১১৬ রানে আফগানদের লাগাম টেনে ধরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক


নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ-তানজিদ সাকিবরা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই আফগানদের রানের লাগাম টেনে ধরে বাংলাদেশ। রানের গতি বাড়াতে গিয়ে মাঝের ওভারগুলোতে রিশাদের ওপর ছড়াও হওয়ার চেষ্টা করে আফগানিস্তান। তবে নিজের পরিকল্পনায় সফল ছিলেন এই লেগি। তাতে পুরো ২০ ওভার ব্যাটিং করেও ১১৫ রানের বেশি করতে পারেনি আফগানরা।

মঙ্গলবার কিংস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ।

বাংলাদেশকে সেমিতে খেলতে হলে ১২.১ ওভারের মধ্যে এই লক্ষ্য তাড়া করে জিততে হবে। স্কোর লেভেল করে যদি চার মারতে পারে বাংলাদেশ, তাহলে সময় পাবে ১২.৩ ওভার। কিংবা স্কোর লেভেল করে যদি ছক্কা মারতে পারে বাংলাদেশ, তাহলে সময় পাবে ১২.৫ ওভার।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত