১৭তম দিনে বইমেলায় নতুন বই এসেছে ২৭৬টি

| আপডেট :  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪২  | প্রকাশিত :  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪২


১৭তম দিনে বইমেলায় নতুন বই এসেছে ২৭৬টি

বিবার্তা প্রতিবেদক


অমর একুশে বইমেলার ১৭তম দিনে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ২৭৬টি নতুন বই মেলায় এসেছে। এ নিয়ে এবারের বইমেলায় নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯৩৬টি।

এর আগের দিন বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মেলায় বই এসেছিল ৮৩টি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।

তথ্য কেন্দ্রের কর্মকর্তারা জানান, প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান ছিল। ফলে ওইদিন মেলায় কোনো নতুন বই প্রকাশিত হয়নি। দ্বিতীয় দিনে ২১টি নতুন বই আসে। আজ মেলার ১৭তম দিন। ছুটির দিন হওয়ায় আজ মেলায় ২৭৬টি নতুন বই প্রকাশ পেয়েছে।

তারা জানান, মেলার সময় যত গড়াচ্ছে, বই প্রকাশের সংখ্যাও বাড়ছে। শেষ দিকে বই বিক্রি বেশি হওয়ায় অনেকেই চান মেলার শেষ সময়ে হলেও যেন তার বইটি প্রকাশিত হয়।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত