২০২১ বিদায় এবং ২০২২ সালের ১০ পরিকল্পনা

| আপডেট :  ০১ জানুয়ারি ২০২২, ০৮:৫৭  | প্রকাশিত :  ০১ জানুয়ারি ২০২২, ০৮:৫৭

১। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ ও সপ্তাহে কমপক্ষে ১ দিন রোজা রাখার অভ্যাস করুন, এতে শরীর ও মন দুইটাই ভালো থাকবে।

২। যাদের বৃদ্ধ মা-বাবা বেঁচে আছে তাদের সময় দিন এবং সেবা করুন, যেভাবে ছোট সময় আপনাকে সময় দিয়েছে এবং যত্ন করেছে। পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, কঠিন বিপদের সময় তাঁরাই আপনার পাশে থাকবে।

৩। প্রতিদিন কমপক্ষে ১ জন মানুষকে এত ভালোবাসুন যাতে আপনার জানাজায় উপস্থিত হয়, যদি কোন কারনে নাও হতে পারে, আপনার মরার কথা শুনে তার চোখে যেন পানি চলে আসে।

৪। জীবনে অন্তত ১ টি কাজকে অনেক ভালোবাসুন, মন থেকে করুন, নিজের মনে করুন। যাদের নেশা আর পেশা এক হয়ে যায়, তাদের জীবনে সফলতা আসবেই।

৫। নিজের কাজকে সন্মান করুন, ভালোবাসুন কারন কাজ কখনই ছোট হতে পারে না বরং কাজের মাধ্যমে মানুষ বড় হয়। আপনী যে কাজটিই করুন সেখানে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করুন।
৬। নিজেকে চিনুন,ভালোবাসুন এবং অন্যকে ভালোরাখার চেষ্টা করুন। যে নিজেকে চেনে তাকে গোটা পৃথিবী চিনবে।

৭। সব সময় positive ও proactive থাকুন। সবসময় জিততেই হবে এই অসুস্থ প্রতিযোগিতা থেকে দুরে থাকুন।
৮। সফলতার ৫টি “স” – সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুচিন্তা, সত্যতা ও সন্তুষ্টি। এই কথাটা মনে রেখে জীবন পরিচালনা করুন।

৯। ভালো কাজ করে জীবনে বলার মতো একটা গল্প তৈরি করুন, যে গল্পটা আপনাকে সব সময় স্পীড দিবে।
১০। প্রতিদিন ঘুম থেকে উঠে বলুন, আমি পারি, আমি পারবো, আমিই করে দেখাবো।
কেমন লেগেছে আমার পরিকল্পনা?
সম্পাদনায়: উজ্জ্বল প্রধান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত