২০ জানুয়ারি থেকে রাত পর্যন্ত চলবে মেট্রোরেল

| আপডেট :  ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:৩৪  | প্রকাশিত :  ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:৩৪


২০ জানুয়ারি থেকে রাত পর্যন্ত চলবে মেট্রোরেল

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময় বাড়িয়েছে মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি (ডিটিএমসিএল)।

২০ জানুয়ারি, শনিবার থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল পুরো সময়ে চলবে বলে জানিয়েছে কোম্পানিটি।

ডিটিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ১৮ জানুয়ারি, বৃহস্পতিবার উত্তরা থেকে মতিঝিল যাওয়ার জন্য মেট্রোরেলের সময় বাড়ানোর ঘোষণা দেন।

এম এ এন সিদ্দিক বলেন, আগামী ২০ জানুয়ারি থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল-সন্ধ্যা মেট্রোরেল চলবে।

তিনি বলেন, সকাল ৭টা ১০ মিনিটে শুরু হয়ে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে মেট্রো ট্রেন স্টপেজের শুরু হওয়ার মাধ্যমে মেট্রোরেলে এমআরটি লাইন-৬ এর প্রথম ধাপের ১৬টি স্টেশনে ট্রেন স্টপেজ শুরু হয়।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত