২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৬ জন ডেঙ্গু আক্রান্ত

| আপডেট :  ০৬ জুলাই ২০২৪, ০৯:১৬  | প্রকাশিত :  ০৬ জুলাই ২০২৪, ০৯:১৬


২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৬ জন ডেঙ্গু আক্রান্ত

বিবার্তা প্রতিবেদক


সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, তবে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যু হয়নি।  

৬ জুলাই, শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৯ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, এ নিয়ে চলতি বছরে মোট তিন হাজার ৬১৫ জন ছাড়পত্র পেয়েছেন।  

চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন হাজার ৮৯২ জন। এর মধ্যে দুই হাজার ৩৫০ জন পুরুষ এবং এক হাজার ৫৪২ জন মহিলা রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪৬ জন। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং জন ২৬ জন মহিলা রয়েছেন।      

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত