২৮ হাজার মেট্রিক টন নিয়ে মোংলায় ভিড়ল মালটার জাহাজ

| আপডেট :  ২৫ এপ্রিল ২০২৪, ১১:০৬  | প্রকাশিত :  ২৫ এপ্রিল ২০২৪, ১১:০৬


২৮ হাজার মেট্রিক টন নিয়ে মোংলায় ভিড়ল মালটার জাহাজ

অর্থ-বাণিজ্য

মোংলা প্রতিনিধি


রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ২৮ হাজার ১৫৪ মেট্রিক টন কয়লা নিয়ে মালটা পতাকাবাহী জাহাজ এম ভি নসোস মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে মোংলা বন্দরের হাড়বারিয়া ৮নং ঘাট এলাকায় জাহাজটি নোঙর করে।

জাহাজটির শিপিং এজেন্ট টগি শিপিং এর অপারেশন ম্যানেজার ইমাম হোসেন  জানান , ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৫৪ হাজার ৬শত ৫৪ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি গত ১১এপ্রিল ইন্দোনেশিয়া থেকে রওনা দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়, পরে চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে ২৬ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকি ২৮ হাজার ১৫৪ মেট্রিক টন কয়লা নিয়ে  জাহাজটি মোংলা বন্দরে আজ ভিড়েছে।  সকাল থেকেই কয়লা খালাস কাজ  শুরু করা হয়েছে এবং এই কয়লা লাইটার জাহাজ এর মাধ্যমে  রামাপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হচ্ছে।

বিবার্তা/জাহিদ/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত