৫ ইউনিটের প্রচেষ্টায় শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

| আপডেট :  ১৯ এপ্রিল ২০২৪, ০৩:০৫  | প্রকাশিত :  ১৯ এপ্রিল ২০২৪, ০৩:০৫


৫ ইউনিটের প্রচেষ্টায় শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতাল ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থাটির পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে হতাহতেরও কোনো সংবাদ পাওয়া যায়নি।

এর আগে দুপুর পৌনে ২টার দিকে ঢাকা শিশু হাসপাতালে কার্ডিয়াক আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত