৫ বছর বয়সি ছেলের বলে বোল্ড সরফরাজ (ভিডিও)

| আপডেট :  ২১ জুন ২০২২, ০৪:১২  | প্রকাশিত :  ২১ জুন ২০২২, ০৪:১২

ছেলের বলে বোল্ড বাবা। তাও আবার পাঁচ বছর বয়সি ছেলে। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমদের ক্ষেত্রে এমনটিই হয়েছে।

রাস্তায় ক্রিকেট খেলার সময় ব্যাট হাতে দাঁড়ান সরফরাজ। বোলার ছেলে আবদুল্লাহ। তার ম্যাজিক্যাল ডেলিভারিতে পরাস্ত হন সরফরাজ। ফল ক্লিন বোল্ড। আবদুল্লাহর বলটি ছিল ইয়র্কার লেংন্থের।

বাবা-ছেলের ক্রিকেটের এই চমৎকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

আবদুল্লাহর বলে কোনো ক্রিকেটারের আউট হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে বাসিত আলিও আবদুল্লাহর আউট সুইং ডেলিভারিতে আউট হয়ে যান।

পাঁচ বছর বয়সি আবদুল্লাহর পারফরম্যান্সে তার মধ্যে বড় ক্রিকেটার হওয়ার আশা দেখছেন অনেকেই। তবে তার বাবা চান না আবদুল্লাহ ক্রিকেটকে পেশা হিসেবে নিক।

সরফরাজের ভাষায়, ক্রিকেটের প্রতি আবদুল্লাহর আগ্রহ আছে। তবে আমি চাই না সে ক্রিকেটার হোক।

পাকিস্তান ক্রিকেটে অবহেলিত হওয়ার ইঙ্গিত দিয়ে এই ক্রিকেটার বলেন, বস্তুত একটি ক্রিকেটার হিসেবে আমি অনেক ভোগেছি। তাই চাই না আবদুল্লাহ ক্রিকেটার হয়ে এমন কিছু মোকাবিলা করুক।

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত