সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা

| আপডেট :  ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২০  | প্রকাশিত :  ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২০

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। বিবরণী হিসাব চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মো. মোখলেস উর রহমান বলেন, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হচ্ছে। আমরা এ বিষয়ে সার্কুলার ইস্যু করব।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে কেউ সম্পদের হিসাব বিবরণী জমা দেয়নি। কীভাবে এটা জমা দিতে হবে তা অনেকেই বুঝতে পারছেন না। এ জন্য সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে।

দুর্নীতি প্রতিরোধ ও আয়ব্যয়ের স্বচ্ছতা আনতে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে একটি ছক প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় সময় বেঁধে দিয়েছিল ৩০ নভেম্বর পর্যন্ত।

নির্ধারিত সময়ে হিসাব বিবরণী জমা না দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন সচিব।

সম্প্রতি এনবিআর রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানোর প্রেক্ষিতে কর্মচারীদের হিসাবে বিবরণী নিয়েও সিদ্ধান্তে পরিবর্তন আসল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত