আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে যবিপ্রবিতে চিত্র প্রদর্শনী

| আপডেট :  ২৯ নভেম্বর ২০২৪, ১১:৫৩  | প্রকাশিত :  ২৯ নভেম্বর ২০২৪, ১১:৫৩

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক ‘ফিলিস্তিন সংহতি দিবস’ উপলক্ষে গাজায় ইসরায়েলি বাহিনীর নারকীয় আগ্রাসনের ‘প্রতীকী চিত্র প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৭ টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ প্রদর্শনীর আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এ সময় শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মানুষ, মা-বোনেরা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে আসছে। একজন মুসলিম হয়ে আমরা তাদের ব্যথাটা অনুভব করতে পারি। বাংলাদেশের মানুষও প্রথম থেকেই এই আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবং ফিলিস্তিনিদের বেদনার সাক্ষী হতে এই প্রতীকী চিত্র প্রদর্শনে একত্রিত হয়েছি।

উল্লেখ্য, ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতিবছর ২৯ নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক দিবসটি পালনের আহ্বান জানায়। এর ১০ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত