বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার অনুষ্ঠিত 

| আপডেট :  ১২ মার্চ ২০২৫, ০৯:৪৬  | প্রকাশিত :  ১২ মার্চ ২০২৫, ০৯:৪৬

বরিশালের বাকেরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বাদ আসর বাকেরগঞ্জ বি-রিভার ক্যাফে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ওসি (তদন্ত) সুরেজীত বড়ুয়া। 

রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও কালবেলার বাকেরগঞ্জ প্রতিনিধি উত্তম কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি মো. ফজলুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, পৌর জামায়াত ইসলামের আমির মাওলানা রেদওয়ান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুস সবুর।

এ ছাড়াও বিভাগীয় সাংবাদিক জনকল্যাণ পরিষদের সভাপতি এসএম নওরোজ হীরা, সাধারণ সম্পাদক দীপক কুমার শীল, সিনিয়র সাংবাদিক আল আমিন মিরাজসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সাংবাদিকরা। 

ইফতার মাহফিলে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত