শিবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

| আপডেট :  ৩০ জুন ২০২৪, ০৩:১৭  | প্রকাশিত :  ৩০ জুন ২০২৪, ০৩:১৭


শিবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শিরিন বেগম নামে এক গৃবহধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর পুলিশ স্বামী মাইনুলকে আটক করেছে।

শনিবার (২৯ জুন) রাতে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হন শিরিন। এরপর রবিবার (৩০ জুন) সকালে তিনি মারা যান।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শিরিন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চরতারাপুরের ডাকানিপাড়া মহল্লার মো. মাইনুল ইসলামের স্ত্রী।

ওসি সাজ্জাদ হোসেন জানান, পারিবারিক বিরোধের জের ধরে শনিবার রাতে শিরিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন মাইনুল। স্থানীয়দের সহায়তায় তার পরিবারের সদস্যরা শিরিনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যান শিরিন।

খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে স্বামী মাইনুল ইসলামকে আটক করেছে। পুলিশের কাছে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি সাজ্জাদ হোসেন।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত