ছিনতাইয়ে জড়িত থাকায় জাবি’র তিন শিক্ষার্থীকে বহিষ্কার

| আপডেট :  ০৭ জুলাই ২০২৪, ০১:২৬  | প্রকাশিত :  ০৭ জুলাই ২০২৪, ০১:২৬


ছিনতাইয়ে জড়িত থাকায় জাবি’র তিন শিক্ষার্থীকে বহিষ্কার

জাবি প্রতিনিধি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ছিনতাইয়ে জড়িত থাকার অপরাধে, বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানকে ১ বছর, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান নাজিজকে ৯ মাস এবং একই বিভাগের এহসানুর রহমান রাফিকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ২০ মার্চ বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা চার বহিরাগত শিক্ষার্থীকে আটকে রেখে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। এরপর তাদের কাছ থেকে ১০ হাজার টাকা ও তাদের কাছে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয় অভিযুক্তরা।

বিবার্তা/শরিফুল/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত