মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে ছেলে

| আপডেট :  ১১ জুলাই ২০২৪, ১০:১৬  | প্রকাশিত :  ১১ জুলাই ২০২৪, ১০:১৬


মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে ছেলে

সারাদেশ

কক্সবাজার প্রতিনিধি


ঈদগাঁহ রশিদ আহমদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও চলমান এইচএসসি পরীক্ষার্থী বোরহান উদ্দিন সিফাত।

বুধবার (১০ জুলাই) বিকেলে না ফেরার দেশে চলে যান মা। মা মারা যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে বোরহান উদ্দীন সিফাত। মায়ের কথা ভেবে ও স্বজনদের কথামতো পরীক্ষাকেন্দ্রে যেতে রাজি হয় সে।

সিফাত কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রবীণ সাংবাদিক ও অবিভক্ত ঈদগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিআর হাশেমী বদরুর ছেলে।

বুধবার সোয়া ৫টার দিকে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন সিফাতের মাতা জেসমিন আক্তার। ১১ জুলাই বৃহষ্পতিরবার সকাল সাড়ে ৯টায় তার মায়ের জানাজা ও দাফনের সময়ক্ষণ নির্ধারণ করা হয়। কিন্তু সকাল ১০টায় রামু ডিগ্রি কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে হচ্ছে বিধায় মাকে কবরস্থানে চিরনিদ্রায় শায়িত না করেই তাকে ছুটতে হলো পরীক্ষাকেন্দ্রে।

সহধর্মিণী হারানো ঈদগাঁও’র বর্ষীয়ান সাংবাদিক বিআর হাশেমী বদরু অশ্রু সজল নয়নে জানান, তার কনিষ্ঠ সন্তান সিফাত মাকে চিরবিদায় জানাতে না পারার আফসোস নিয়েই পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে। যা বাবা হিসেবে তাকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের চরম ব্যথিত করছে। যা আমরণ পরিবারের সদস্যদের স্মৃতির পাতায় ভেসে উঠবে বলে আক্ষেপ করেন।

এসময় মরহুমার কনিষ্ঠ সন্তান এইচএসসি পরীক্ষার্থী সিফাতকে সান্ত্বনা দিতে তার সহপাঠীরাও বাড়িতে ভিড় জমাতে শুরু করে।

বিবার্তা/ফরহাদ/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত