‘ন্যায্য আন্দোলন’ দমাতেই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা: আমির খসরু

| আপডেট :  ১৪ জুলাই ২০২৪, ০১:৪১  | প্রকাশিত :  ১৪ জুলাই ২০২৪, ০১:৪১


‘ন্যায্য আন্দোলন’ দমাতেই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা: আমির খসরু

বিবার্তা প্রতিবেদক


কোটা নিয়ে ‘ন্যায্য আন্দোলন’ দমাতেই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন প্রশ্নপত্র ফাঁস ও কোটা ব্যবস্থাকে ব্যবহার করে দলীয় বিবেচনায় আওয়ামী লীগ চাকরি ব্যবস্থাকে দখলে রেখেছে।

১৩ জুলাই, শনিবার বিকেলে দলের চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে গণ অধিকার (নুর-রাশেদ) পরিষদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এর আগে গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক করেন বিএনপির নেতারা।

পরে দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বার্থের কারণেই সরকার কোটা ব্যবস্থার পক্ষে। কোটা বাতিলের আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে আওয়ামী লীগের সুবিধা আছে। কারণ, প্রশ্নপত্র ফাঁস ও কোটা ব্যবস্থাকে ব্যবহার করে দলীয় বিবেচনায় আওয়ামী লীগ চাকরি ব্যবস্থাকে দখলে রেখেছে।

তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ন্যায্য ও শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করা হয়েছে।

খসরু বলেন, হয়রানি করার জন্যই আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলা প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, প্রতিটি বিভাগে কর্মকর্তাদের বিরুদ্ধে যে দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে তাতে প্রতিষ্ঠানগুলো বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে।

কোটা ব্যবস্থা বাতিল হলেও দলীয়করণের কারণে আগামীতেও মেধাবীরা বঞ্চিত হবেন বলেও মন্তব্য করেন তিনি।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত