ইউরো কাপের ফাইনালে মুখোমুখি স্পেন-ইংল্যান্ড

| আপডেট :  ১৫ জুলাই ২০২৪, ০১:৩৭  | প্রকাশিত :  ১৫ জুলাই ২০২৪, ০১:৩৭


ইউরো কাপের ফাইনালে মুখোমুখি স্পেন-ইংল্যান্ড

খেলা

স্পোর্টস ডেস্ক


বহুল প্রতীক্ষিত ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই। ইউরো কাপের ফাইনালে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড। গত ১৬ বছরের মধ্যে তৃতীয় ফাইনাল খেলতে নামছে স্পেন আর অন্যদিকে টানা দ্বিতীয় ইউরোর ফাইনালে ইংল্যান্ড।

বার্লিন অলিম্পিক স্টেডিয়াম বা লুইস দে ফুয়েন্তের স্পেন মাঠে নামছে রেকর্ড চতুর্থ শিরোপা জয়ের মিশনে। অন্যদিকে, গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড এখনো প্রথম শিরোপা ছুঁয়ে দেখার অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময় রাত একটায় শুরু হচ্ছে ম্যাচটি। ইতিমধ্যে ঘোষিত হয়েছে দুই দলের শুরুর একাদশ। এই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে স্পেন একাদশে ফিরেছেন দানি কার্ভাহাল। ইংল্যান্ড দলেও একটি পরিবর্তন এনেছেন কোচ গ্যারেথ সাউথগেট। কিরেন ট্রিপিয়ারের পরিবর্তে একাদশে খেলবেন লুক শ।

স্পেন একাদশ

উনাই সিমন (গোলরক্ষক), দানি কার্ভাহাল, লে নরম্যান্দ, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেল্লা, ফাবিয়ান রুইজ, রড্রি, নিকো উইলিয়ামস, দানি ওলমো, লামিন ইয়ামাল, আলভারো মোরাতা।

ইংল্যান্ড একাদশ

জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), কাইল ওয়াকার, জন স্টোনস, লুক শ, মার্ক গুয়ে, ডেকলান রাইস, কবি মাইনো, বাকায়ো সাকা, জুড বেলিংহ্যাম, ফিল ফোডেন, হ্যারি কেইন।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত