মুখোমুখি ছাত্রলীগ-কোটাবিরোধীরা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন

| আপডেট :  ১৫ জুলাই ২০২৪, ০৭:৫২  | প্রকাশিত :  ১৫ জুলাই ২০২৪, ০৭:৫২


মুখোমুখি ছাত্রলীগ-কোটাবিরোধীরা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন

জাতীয়

ঢাবি প্রতিনিধি


ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুখোমুখি অবস্থায় ছাত্রলীগ এবং কোটাবিরোধী আন্দোলকারীরা। দফায় দফায় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

১৫ জুলাই, সোমবার সন্ধ্যা ৭টার দিকে দোয়েল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে ঢাবি ক্যাম্পাসে উপস্থিত ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির পর ঢাবি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের পর শহীদুল্লাহ হল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দোয়েল চত্বর এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। একই সঙ্গে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত