মুক্তিযুদ্ধে অনুপ্রেরণাদায়ী স্লোগান বিকৃত করায় নেত্রকোনায় প্রতিবাদ সভা

| আপডেট :  ১৬ জুলাই ২০২৪, ০৪:৩৭  | প্রকাশিত :  ১৬ জুলাই ২০২৪, ০৪:৩৭


মুক্তিযুদ্ধে অনুপ্রেরণাদায়ী স্লোগান বিকৃত করায় নেত্রকোনায় প্রতিবাদ সভা

সারাদেশ

নেত্রকোণা প্রতিনিধি


সাম্প্রতিক সময়ে কোটাসংস্কার আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণাদায়ী ‌তুমিকে, আমিকে, বাঙালি, বাঙালি’ স্লোগানের বিকৃত করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে

১৬ জুলাই, মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আটপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা স্বপক্ষে শক্তিমহল, এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান  সংসদ আটপাড়া উপজেলা শাখা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আটপাড়া উপজেলা শাখা  ও সচেতন নাগরিক সমাজ আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা খুরশেদ আলম খান,  বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দীন আহমেদ,  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আটপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ. এম এমদাদ নূরী।

আরোও বক্তব্য রাখেন আরমান কবীর নিলয়, রুবেল খান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আটপাড়া উপজেলা শাখার সভাপতি সোহেল চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খন্দকার।  

এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যবৃন্দ ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

বিবার্তা/জনি/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত