আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করবেন দুই মন্ত্রী

| আপডেট :  ১৮ জুলাই ২০২৪, ০৩:৩১  | প্রকাশিত :  ১৮ জুলাই ২০২৪, ০৩:৩১


আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করবেন দুই মন্ত্রী

বিবার্তা প্রতিবেদক


সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ঐকমত্য পোষণ করেছে সরকার।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাদের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে সরকার। বৈঠক করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে। শিক্ষার্থীরা যখনই সময় দেবে তখনই বৈঠক করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। শিক্ষার্থীরা চাইলে আজই তাদের সঙ্গে বৈঠক করতে চায় সরকার।

১৮ জুলাই, বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদের টানেলে প্রেস ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানান।

আইনমন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দুই মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত