পঞ্চগড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

| আপডেট :  ১৮ জুলাই ২০২৪, ০৪:০৭  | প্রকাশিত :  ১৮ জুলাই ২০২৪, ০৪:০৭


পঞ্চগড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

সারাদেশ

পঞ্চগড় প্রতিনিধি


কোটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।

১৮ জুলাই, বৃহস্পতিবার দুপুরের দিকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শেরে বাংলা পার্কে জড়ো হয়। সেখানে তারা দুপুর ১২ থেকে সড়ক অবরোধ করে রাখে মহাসড়ক।

এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা উপস্থিত হয়ে

অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিন ঘণ্টা পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে পথচারিসহ সাধারণ মানুষ। আইন শৃঙ্খলা রক্ষায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিবার্তা/বিপ্লব/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত