শিক্ষার্থীদের ওপর গুলি না করার রিটের আদেশ আজ হচ্ছে না

| আপডেট :  ৩১ জুলাই ২০২৪, ১২:২২  | প্রকাশিত :  ৩১ জুলাই ২০২৪, ১২:২২


শিক্ষার্থীদের ওপর গুলি না করার রিটের আদেশ আজ হচ্ছে না

বিবার্তা প্রতিবেদক


কোটাবিরোধী আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ বুধবার হবে না।

সংশিষ্ট আদালতের এক বিচারপতি অসুস্থতার কারণে বুধবার (৩১ জুলাই) সকালে তিনি প্রধান বিচারপতির কাছে অসুস্থতার কারণে ছুটি নেন।  প্রধান বিচারপতির দফতর থেকে এ তথ্য নিশ্চিত করেছে।  

আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা বাহিনীর প্রধান, নৌ বাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে রিটে।

এ বিষয়ে আজ আদেশ দেওয়ার কথা ছিল। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার শুনানি শেষে এ কথা জানান।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত